Quantcast
Channel: The 2022 PressED conference
Viewing all articles
Browse latest Browse all 10

PressEd (প্রেসএড) কনফারেন্স 2022 – উপস্থাপনা প্রদানের আহ্বান

$
0
0

PressEd (প্রেসএড) কনফারেন্স 2021

উপস্থাপনা প্রদানের আহ্বান

PressEd একটি টুইটার কনফারেন্স। এর মাধ্যমে জানতে জানতে চাওয়া হচ্ছে শিক্ষাদান, পাঠদান পদ্ধতি এবং গবেষণায় WordPress (ওয়ার্ডপ্রেস) কিভাবে ব্যবহৃত হচ্ছে । PressEd কনফারেন্সে প্রত্যেক ব্যক্তি 15 মিনিটের ভিতরে 10 থেকে 15 টি টুইট প্রদান করতে পারবেন। আপনার টুইটে আপনি ছবি, মিডিয়া এবং লিংক সংযুক্ত করতে পারবেন।

আমাদের লক্ষ্য হলো, যারা WordPress ব্যবহার করে কাজ করেছেন, তাঁদেরকে তাঁদের কাজকর্ম উপস্থাপন করার সুযোগ দেয়া। এতে, আশা করা যায়, ব্যক্তিবিশেষগণ বা টিমগুলো তাঁদের নিজ নিজ কাজে WordPress যে সুযোগ সুবিধা এনে দিয়েছে সেগুলো সহ, তাঁদের অর্জিত শিক্ষা এবং ব্যাপক ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এর গ্রহণযোগ্যতা ও ব্যবহারযোগ্যতা তাঁরা উপস্থাপন করার সুযোগ লাভ করবেন।

পৃথিবীর যে কোনো স্থানের যে কোনো লোক বা টিম উপস্থাপন করতে পারবেন – আপনি চাইলে যে কোনো ভাষায় টুইট করতে পারবেন – তবে টুইটের বিষয়বস্তু শিক্ষাদান, পাঠদান পদ্ধতি এবং গবেষণার সংগে সম্পর্কযুক্ত হতে হবে। PressEd যে কোনো কারোর টুইট সাদরে গ্রহণ করবে, বিশেষ করে, তাঁদের কাছ থেকে যারা কনফারেন্সে বা পেশা জীবনে তাঁদের কম প্রতিনিধিত্ব রয়েছে মনে করেন। যারা এর আগে কখনোই কোনো কনফারেন্সে উপস্থাপন করেননি, যেমন ছাত্রছাত্রী এবং শিক্ষক, তাঁদের কাছ থেকে আমরা উপস্থাপন সাদরে গ্রহণ করবো। টুইটগুলো বিবেচনা করার সময় আমরা একটি প্রোগ্রেসিভ স্ট্যাক-লাইক  (https://en.wikipedia.org/wiki/Progressive_stack) পদ্ধতি অনুসরণ করবো।

আপনার ধ্যান ধারণা/উপস্থাপনা দাখিল করার জন্য (280 অক্ষরের ভিতরে – একটি টুইটের মতো), দয়া করে ভিজিট করুন: (http://2022.pressedconf.org)।

দয়া করে PressEd18 কনফারেন্স এর শেড্যুল বা ধরণ দেখে নিন (http://2018.pressedconf.org/category/schedule/ / http://2019.pressedconf.org/category/schedule/) এবং জেনে নিন PressEd-এ আমরা কি ধরনের কাজকর্ম তুলে ধরতে পারি। যদি আপনি নার্ভাস হন (স্নায়বিক চাপে থাকেন) বা যে কোনো ধরনের সহায়তা চান, তবে দয়া করে ইমেইল করতে ইতস্তত করবেন না: hey@pressedconf.org। যাদের টুইটার একাউন্ট নেই বা টুইটারে টুইট করার অভিজ্ঞতা নেই, তাদেরকেও আমরা সাহায্য করতে সমর্থ হবো।

 


Viewing all articles
Browse latest Browse all 10

Trending Articles